[ad_1]
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাজার সিন্ডিকেটের সঙ্গে শেখ হাসিনার দোসররা জড়িত। এজন্য বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। আবার তাদের ধরাও হচ্ছে না। যার কারণে জিনিসপত্রের দাম কমছে না। সিন্ডিকেটে জড়িতদের গ্রেফতার করলেই সব জিনিসের দাম কমে যাবে।’
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে বরিশাল বিভাগের চার জেলায় আন্দোলনে নিহত ৩১ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বেলা আড়াইটায় বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ওসব পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
জনগণের শাসন জনগণের হাতে তুলে দিতে হবে উল্লেখ করে রিজভী বলেন, ‘এজন্য অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। দীর্ঘ ১৭ বছর ভোট দিতে না পারা মানুষ যাতে কেন্দ্রে যেতে পারেন, সে পরিবেশ সৃষ্টি করতে হবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যা যা করণীয়, তা করতে হবে। কালক্ষেপণ করলে প্রশ্ন উঠবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে শেখ হাসিনাকে প্রতিহত করতে দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষ রক্ত ঝরিয়েছে। জীবন দিয়েছে। শেখ হাসিনা মানুষের জীবন নিয়ে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিল। তাই যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে।’
শেখ হাসিনা দেশটাকে তার বাপের জমিদারি মনে করতেন মন্তব্য করে রুহুল কবির রিজভী আরও বলেন, ‘জমিদারি যাতে হাতছাড়া না হয়, সেজন্য গুম-খুন করতে চিন্তা করেননি। এটাই ছিল শেখ হাসিনার দর্শন। মাঝেমধ্যে কান্না করা ছিল অভিনয়। ১৬ বছর ক্ষমতায় থেকে লুটপাট চালিয়েছেন। তার আবার মায়া মমতা কীসের। আরও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, আরও বেশি লুটপাট ও টাকা পাচার করার জন্য।’
‘আমরা বিএনপির পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুর রহমান নান্নু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক প্রমুখ।
[ad_2]
Source link