ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যালায়েন্সের প্রতিনিধি মোহাম্মদ যোবায়ের হাসান বলেন, বাজেট না বাড়ালে কাজ হবে কীভাবে। তবে বরাদ্দ পেলে সেটা যেন স্বাস্থ্য বা অবকাঠামোসহ অন্য খাতে না চলে যায়, সেটাও দেখতে হবে।
পিপিআরসির মোহাম্মদ আবদুল ওয়াজেদ বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে এডিপি বরাদ্দের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য নিরসন এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের সম্পৃক্ততাকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ওয়াটার ইনটেগ্রিটি নেটওয়ার্কের প্রতিনিধি মুহাম্মদ সাইফুল ইসলাম, এন্ড ওয়াটার পোভার্টির (ইডব্লিউপি) ফজলুল হক, বাংলাদেশ ওয়াটার ইনটেগ্রিটি নেটওয়ার্কের গোলাম আতোয়ার দিদার, ফ্রেশওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া বাংলাদেশের (ফানসা) যোসেফ হালদার, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল–এর মো. মাসুদ হাসান, এফএসএম নেটওয়ার্কের তাজিন হোসেন প্রমুখ।