[ad_1]
বাবরের সঙ্গে কোহলি-রুটদের যে তুলনা, সেটা শুধু সমর্থকদের আবেগেই নয়, পারফরম্যান্সেরও অবদান আছে! ২০১৯ সালের শুরু থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত টেস্টে বাবরের গড় ছিল প্রায় ৬০। এই সময়ে অস্ট্রেলিয়ায় গড় ছিল ৫২.৫০। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজে বাবর ব্যাটিং করেছেন ৪৮ গড়ে, শ্রীলঙ্কার মাটিতে তো প্রায় ৭০ আর দেশের মাটিতে ৭৫!
তবে এগুলো এখন সবই অতীত। টেস্টে বাবরের জন্য আপাতত ইতিবাচক কোনো খবরই নেই। ২০২২ সালের দিকে বাবরের টেস্ট গড় ছিল প্রায় ৫০, সেটা এখন ৪৩! গড়টা যে ৪০–এর নিচে নেমে যায়নি, এটাকে বাবর ইতিবাচক হিসেবে ধরতে পারেন।
[ad_2]
Source link