[ad_1]
গতকাল শুক্রবারের মতো আজও যানবাহন চলাচল অপেক্ষাকৃত কম। তারপরও আজ ঢাকায় এত দূষণ।
এ মাসে এখন পর্যন্ত এক দিনও নির্মল বায়ু পায়নি ঢাকার মানুষ। আবার দূষণে প্রথম থেকে পঞ্চম স্থানেই থেকেছে এ মাসের প্রায় প্রতিটি দিন।
যদি কোনো এলাকায় দূষণের মান পরপর তিন দিন ৩০০–এর বেশি হয়, তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয়। ঢাকায় এ মাসে একাধিক দিন বায়ুর মান ৩০০–এর বেশি হয়েছে। গত বুধবার (২২ জানুয়ারি) সকালে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ছিল ৫১৮। সাম্প্রতিক অতীতে এমন অবস্থা দেখা যায়নি।
ঢাকার সর্বোচ্চ দূষিত তিন এলাকার মধ্যে আজ আছে গোরান (৩৬৯), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩০২) ও ইস্টার্ন হাউজিং–২ (২৯৯)।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ২৯ দশমিক ৩ গুণ বেশি।
[ad_2]
Source link