[ad_1]
শ্রম অসন্তোষের বিষয়ে একাধিক শ্রমিকনেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন না থাকায় মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কথা বলার সুযোগ কমে গেছে। সে জন্য বিভিন্ন দাবিতে কথায় কথায় আন্দোলনে নেমে যাচ্ছেন শ্রমিকেরা।
জানা যায়, শ্রমিকেরা কর্মবিরতি পালন করায় নাসা গ্রুপ, হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপ, এজে সুপার গার্মেন্টস, মাম গার্মেন্টস, নিট এশিয়া, ডেকো ডিজাইনস, ইথিক্যাল গার্মেন্টস, নিউ এইজ গার্মেন্টস, নিউ এইজ অ্যাপারেলস, মেডলার গ্রুপ, আল মুসলিম অ্যাপারেলস, সেতারা গ্রুপ, ডেবনিয়ার গার্মেন্টস, দ্য রোজ ড্রেসেস, বান্দো ডিজাইন, স্টার্লিং ক্রিয়েশন, উইন্ডি ও এনভয় গ্রুপের কারখানা গতকাল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
[ad_2]
Source link