Homeদেশের গণমাধ্যমেবিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস চালু রবিবার

বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস চালু রবিবার

[ad_1]

প্রকাশিত: ২২:৫৬, ১৪ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ২৩:০৩, ১৪ ডিসেম্বর ২০২৪

বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস চালু রবিবার

বিআরটিসির এসি বাস।


গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত বিআরটি করিডোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এসি বাস চালু হচ্ছে রবিবার (১৫ ডিসেম্বর)। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সকালে এই সেবা উদ্বোধন করবেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটারসহ মোট ৪২ দশমিক ৫ কিলোমিটার পথ চলাচল করবে।

শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বিআরটিসির পরিচালনায় শিববাড়ি বিআরটি লেনে বিআরটিসি এসি বাসের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

যাত্রী চাহিদা এবং স্টেশনসমূহ সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরবর্তীতে বৃদ্ধি করা হবে।

বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সেবাদানের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

ঢাকা/হাসান/এনএইচ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত