২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পান্নুন হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়। সে বছরের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের আরেকটি আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছিল, ভারতের সরকারি একটি সংস্থার কর্মকর্তার সহযোগী ৫৩ বছর বয়সী নিখিল গুপ্ত। তখন ওই কর্মকর্তার নাম ‘সিসি-১’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
বৃহস্পতিবারের আনুষ্ঠানিক অভিযোগে ‘সিসি-১’-কে বিকাশ যাদব হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। অভিযোগ করা হয়েছে, ভারত থেকেই পান্নুনকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বিকাশ। এ কাজের জন্য ২০২৩ সালের মে মাসে নিখিল গুপ্তকে নিয়োগ দিয়েছিলেন তিনি।
নিখিল গুপ্তকে বলা হয়েছিল পান্নুনকে হত্যার জন্য একজন ঘাতক ভাড়া করতে। তিনি এমন একজনকে ভাড়া করেছিলেন, যিনি তাঁর পরিচিত ছিলেন না। ভাড়াটে ওই ব্যক্তি আসলে ছিলেন যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) একজন ছদ্মবেশী কর্মকর্তা।