Homeদেশের গণমাধ্যমেবিগত সরকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে: রেলপথ উপদেষ্টা

বিগত সরকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে: রেলপথ উপদেষ্টা

[ad_1]

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। বিনা প্রয়োজনে রেললাইন ও রেলস্টেশন করা হয়েছে।’ শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা অপরিকল্পিত রেলপথ স্থাপনের কথা উল্লেখ করে বলেন, ‘গোপালগঞ্জে রেললাইন করা হয়েছে কিন্তু সেখানে যাত্রী নেই। যাতায়াতের জন্য সড়কপথ, রেলপথ ও নৌপথের ব্যবস্থা রয়েছে। প্রয়োজন ও উপযোগীতা অনুযায়ী সেসব স্থাপন করা প্রয়োজন।

‘প্রয়োজন ছাড়াই অর্থ বরাদ্দ ও ব্যয় করা হয়েছে। কর্ণফুলী টানেল ১০ হাজার কোটি টাকা ব্যয় করে নির্মাণ করলো, কোনও যানবাহন চলাচল করে না। এখন থেকে যেখানে প্রয়োজন সেখানে অর্থ ও বরাদ্দ ব্যয় করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি।

‘যাত্রীসেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। জনবল সংকটসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তাভাবনা করা হবে।’

পরে উপদেষ্টা লোকোমোটিভ কারখানা ও রেলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রেল মন্ত্রণালয়ের সচিবসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত