Homeদেশের গণমাধ্যমেবিচার চলাকালীন আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : নাহিদ

বিচার চলাকালীন আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : নাহিদ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বিচার চলাকালীন পর্যন্ত গণহত্যাকারী দল আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কমর্কাণ্ড আইন করে নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার (০২ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপির সমাবেশ থেকে এ দাবি জানান তিনি। আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ৯ মাস পরেও আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে নামতে হচ্ছে, এটি সামষ্টিক ব্যর্থতা।

তিনি বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে জুলাই ঘোষণাপত্র আসছে না। মৌলিক সংস্কারের আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ কার্যকর করতে হবে। জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে শহীদ এবং আহতদের দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের হাতে সময় অল্প, আমাদের দায়িত্ব অনেক। দ্রুত আমরা সুসংগঠিত হবো এবং জনগণের মাঝে পৌঁছে যাব। দরজায় দরজায় গিয়ে আমরা এনসিপির কথা বলব, বিচার সংস্কারের কথা বলব। আমরা বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে যাব। আপনারা পাড়ায়-মহল্লায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরি করুন। যদি এই সরকার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে আমরাই এই দায়িত্ব নেব।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি সাংবাদিকরা প্রশ্ন করছে, আওয়ামী লীগ গণহত্যা করেছে কি না, এত মানুষ মরেছে কি না। আপনারা সাংবাদিক না, আপনারা আওয়ামী লীগের দোসর। জাতিসংঘের রিপোর্টেও যেখানে এসেছে শেখ হাসিনার নির্দেশই গণহত্যা হয়েছে- সেটা নিয়ে আপনারা প্রশ্ন তোলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত