Homeদেশের গণমাধ্যমেবিচ্ছেদের কথা উঠলেই পরকীয়া জুড়ে দেওয়া হয়: সারিকা

বিচ্ছেদের কথা উঠলেই পরকীয়া জুড়ে দেওয়া হয়: সারিকা

[ad_1]

বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সারিকা সাবরিন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। সম্প্রতি তাকে ঘিরে এক গুঞ্জন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া ও গসিপ দুনিয়ায়, তার সংসার নাকি ভাঙনের পথে, আর এই ভাঙনের নেপথ্যে রয়েছে পরকীয়া!

গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে সারিকার সম্পর্ক রয়েছে, এমন খবর ছড়ানোর পর থেকেই সরব হন তার ভক্তরা। গুঞ্জনের সূত্রপাত নিয়েই তৈরি হয় রহস্য। তবে এবার এসব নিয়ে সরাসরি মুখ খুললেন সারিকা।

এক সংক্ষিপ্ত বার্তায় অভিনেত্রী বলেন, ‘চার বছর ধরে আমাদের দাম্পত্য জীবন চলছে। এতদিনে এক রাতও আলাদা থাকিনি আমরা। স্বামী-স্ত্রীর টুকটাক মতবিরোধ থাকতেই পারে, সেটা বহু আগেই কাটিয়ে উঠেছি।’

তিনি আরও বলেন, ‘এই পরকীয়ার গল্পটা কোথা থেকে শুরু হলো, সেটাই তো প্রশ্ন! যদি জানতাম কে ছড়িয়েছে, তাহলে একটা সমাধান খুঁজে বের করতে পারতাম। আমি আমার স্বামী-সন্তানকে নিয়ে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, সেখানেই এ খবর শুনে আমি হেসে উঠেছিলাম।’

গুঞ্জন উড়িয়ে দিয়ে সারিকা স্পষ্ট জানান, এই ধরনের ভিত্তিহীন খবর তার ব্যক্তিগত জীবন নিয়ে এক ধরনের হস্তক্ষেপ।
‘বিচ্ছেদের নাম শুনলেই কেন পরকীয়ার গল্প বানানো হয়? সম্পর্ক মানে কি আর সবাই এক ছাঁচে গড়া?’

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সারিকা বিয়ে করেন আহমেদ রাহীকে। এর আগে ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রথম বিয়ে হয় তার, যেখান থেকে তার একটি কন্যাসন্তান রয়েছে। সেই সংসার টেকেনি, তবে এখনকার সংসারকে ঘিরে গুঞ্জন প্রসঙ্গে সারিকার বক্তব্য, ‘সবই গুজব, বাস্তবতা একদম আলাদা।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত