Homeদেশের গণমাধ্যমেবিচ্ছেদের পর এই প্রথম এআর রাহমানের পোস্ট

বিচ্ছেদের পর এই প্রথম এআর রাহমানের পোস্ট

[ad_1]

ভারতের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক এ আর রাহমান। তার ঝুলিতে আছে অস্কার ও গ্র্যামির মতো অ্যাওয়ার্ড। এবার তার সফলতার মুকুটে আরও একটি পালক যুক্ত হল। ‘দ্য গোট লাইফ’ চলচ্চিত্রের পেরিয়োন গানের জন্য হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডে সংগীত-ফিচার ফিল্ম ও স্কোর-ইন্ডিপেনডেন্ট ফিল্ম— ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। খবর : ইন্ডিয়া টুডে

এমন আনন্দেন খবন এআর রাহমান নিজেই তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। সাবেক স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর সামাজিক মাধ্যমে এটাই তার প্রথম পোস্ট।

অ্যাওয়ার্ড গ্রহণের বেশকিছু ছবি শেয়ার করে সংগীত পরিচালক লিখেছেন, ‘এ অর্জনে আমি এবং আমাদের গোটা টিম গর্বিত। এ সিনেমাটিকে জীবন্ত করার জন্য যারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। পুরো দ্য গোট লাইফ টিম এবং দর্কদের ধন্যবাদ। তাদের ভালোবাসায় আামদের কষ্ট সফল হয়েছে।

গত ২৮ মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা ‘দ্য গোট লাইফ’। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে। বক্স অফিসেও দেখায় দাপট। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তাকে দাস চরিত্রে দেখা যায়। তার চরিত্রের নাম নাজিব, যে কিনা ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চরায়। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেন ব্লেসি।

এদিকে অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এআর রাহমানের ঘর ভাঙার খবরে তোলপাড় সামাজিক মাধ্যমে। সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের পর তার টিমের নারী সদস্য গিটারিস্ট মোহিনী দের সঙ্গে নাম জড়িয়েছে এই সংগীত পরিচালকের। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি এআর রাহমান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত