Homeদেশের গণমাধ্যমেবিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে দুই ছাত্রকে ছুরিকাঘাত

বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে দুই ছাত্রকে ছুরিকাঘাত

[ad_1]

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ঘটে এ ঘটনা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় হানিফ ও তাবজিল নামে দুই বখাটের নেতৃত্বে বহিরাগত ১৫-২০ কিশোর ও তরুণ কলেজের বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে বাধা দিয়ে ছুরিকাঘাতে তাদের আহত করে।

আহত শিক্ষার্থীরা হলেন কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জসীম উদ্দিনের ছেলে সাব্বির সিকদার (১৭) ও পাশের দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ফয়েজ রাঢ়ীর ছেলে মো. জহিরুল ইসলাম (১৭)। দুজনই ওই কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আহতদের সঙ্গে থাকা তাদের দুই সহপাঠী ইমন ও আশিক জানায়, আগের দিন রোববার বিজয় দিবসের অনুষ্ঠানের রিহার্সেল চলাকালে কলেজের কয়েক ছাত্রীকে উত্ত্যক্ত করে ওই দুই তরুণ। এ সময় প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয় তারা। সোমবার কলেজের চার তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সেখানে প্রবেশে বাধা দিয়ে সাব্বির ও জহিরুলকে সুইচ গিয়ারে পিঠে আঘাত করে। কলেজের কয়েকজন শিক্ষার্থী টের পেয়ে ছুটে গেলে পালিয়ে যায় তারা।

পরে কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহবাজ হোসেন জয়ের নেতৃত্বে উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চার তলায় অনুষ্ঠান চলাকালে আমরা এ খবর শুনতে পাই। ছাত্ররা ধাওয়া করলে বখাটেরা পালিয়ে যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য শিক্ষকদের পাঠানো হয়। আমরা থানায় অভিযোগ দায়ের করবো।’

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত