Homeদেশের গণমাধ্যমেবিজয় দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা

বিজয় দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা

[ad_1]

মহান ‘বিজয় দিবস’ উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) রিয়া অডিটরিয়ামে (ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ের পাশে) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম মন্টু বীর প্রতীক, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধ আবদুল হান্নান। সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু)।

সভাটি সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান এবং যুগ্ম-সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল।

সাইদুল ইসলাম মন্টু বলেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সার্বজনীন করার চেষ্টা করা হয়। সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হয়, চীনের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করা চেষ্টা করা হয়, ইসলামী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করা চেষ্টা করা হয়। ঠিক তখন আমাদের আরেক বেইমান মঈন ইউ আহম্মেদ যিনি ভারতীয় ১/১১ ঘটায়। আর ১/১১ ঘটানোর পরে তাদের প্লানিং ছিল বিএনপি আওয়ামী লীগ মাইনাস করে ভারতের একেবারে কঠিন ক্রীড়নক কাউকে ক্ষমতায় আনা। কিন্তু বেগম খালেদা জিয়ার সুদৃঢ়তার কারণে ব্যর্থ হয়ে তখন আতাতের মাধ্যমে একজন প্যাথলজিক্যাল লায়ারকে ক্ষমতায় আনেন।

সভাপতির বক্তব্যে ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু) বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন হলো ১৬ ডিসেম্বর। আর এই দিনে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। বিজয় আমাদের সুযোগ দিয়েছে দেশমাতৃকার সেবা করার। ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, শামছুজ্জোহা বাবলু, মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারি চপল, আফজাল হোসেন শিকদার, অধ্যাপক শাহাদাত শাহিন, লোকমান হোসেন, শামছুন্নাহার খান লাকি, কামাল হোসেন তুরুণ, মিজানুর রহমান জমশেদ, ওমর ফারুক টিটু, সেলিনা মন্টি ও সরোয়ার খান বাবলুসহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত