Homeদেশের গণমাধ্যমেবিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্যকে অব্যাহতি  | কালবেলা

বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্যকে অব্যাহতি  | কালবেলা

[ad_1]

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছা. রোখছানা বেগমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান কর্তৃক দাখিল করা পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী তাকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং অন্যান্য কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। যদিও তার পদত্যাগের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

জানা গেছে, অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান দীর্ঘদিন ধরে বিইউএফটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। ফলে তার অবর্তমানে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খান।

তবে এখন উপাচার্যকে পুরোপুরি অব্যাহতি দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরবর্তী পদক্ষেপ ও নতুন উপাচার্য নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণার খবর পাওয়া যায়নি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত