Homeদেশের গণমাধ্যমেবিজেপি বাংলাদেশের সম্প্রতি নষ্ট করতে চায় : আব্দুল হাই শিকদার

বিজেপি বাংলাদেশের সম্প্রতি নষ্ট করতে চায় : আব্দুল হাই শিকদার

[ad_1]

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার বলেছেন, ভারতের উগ্র রাজনৈতিক সংগঠন বিজেপি বাংলাদেশে সম্প্রতি নষ্ট করতে চায়। সম্মিলিতভাবে তাদের রুখে দিতে হবে। তারা জানে না বাংলাদেশ সব ধর্মের মানুষের সম্প্রীতের এক অনন্য উদাহরণ। এ দেশে একই সময় মসজিদে আজান হয়, মন্দিরে উলু ধ্বনি বাজে। কোনো অবস্থায় সম্প্রতি নষ্ট যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। যে কোনো সময় তারা ছোবল দেওয়ার চেষ্টা করছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে খুলনার পাইকগাছা পৌরসভা চত্বরে বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে এ সম্প্রীতি সমাবেশ আয়োজন করে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি।

পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক খুরশিদ আলম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক আমিরুল ইসলাম কাগুজী।

এ ছাড়াও অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাইফ উদ্দিন সুমন, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুস সাত্তার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক লক্ষ্মী রানি, পৌর মহিলা দলের আহ্বায়ক অ্যাড. রাশনা শারমিন আখি, শ্রমিক দলের আহ্বায়ক সরদার ফারুক আহমেদ, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, যুবনেতা মোহর আলী, তাঁতি দলের আহ্বায়ক এটিএম মইন উদ্দিন শিমুল ছাত্রদলের সভাপতি সরজিত ঘোষ দেবেন প্রমুখ।

এ সময় সম্প্রতির সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। নেতাকর্মী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. আব্দুল মজিদকে খুলনা-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত