[ad_1]
রাজধানীর বসুন্ধরায় গত মঙ্গলবার ভরদুপুরে হেড গিয়ারের কার্যালয়ে গিয়ে দেখা যায়, পরিপাটি কর্মপরিবেশ। কয়েকজন তরুণ কর্মী কম্পিউটারে কাজ করছেন। ছোট্ট একটি কক্ষে বসেন তিন উদ্যোক্তা। আলাপচারিতায় হেড গিয়ারের শুরুর যাত্রা, বিপর্যয় ও তারপর ঘুরে দাঁড়ানোর গল্প শোনান তাঁরা।
হেড গিয়ার নামের প্রতিষ্ঠানটি শুরু করেন নারায়ণগঞ্জের মো. ইমরান। স্কুলে পড়া অবস্থায় বিয়েশাদির অনুষ্ঠান আয়োজনের ব্যবসা শুরু করেন তিনি। ৩৫০টি অনুষ্ঠান আয়োজনের পর ফেসবুকে টি-শার্ট ও হুডি বিক্রির ব্যবসায় নামেন। একপর্যায়ে মাথায় এল টুপির ব্যবসার কথা। খোঁজখবর নিয়ে দেখলেন, দেশে টুপির কোনো ব্র্যান্ড নেই। টুপির বাজারে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের নকল পণ্য ও স্টকলট পণ্যের ছড়াছড়ি।
তখন করোনার সময়। পাশের ঘরে ছোট ভাই ইফতেখার আহমেদ মুঠোফোনে ভিডিও গেমস খেলছিলেন। ইমরান ছোট ভাইকে ডেকে বললেন, ‘একটা ব্যবসা করব। তুই হেল্প করতে পারবি?’ ইফতেখার বললেন, ‘পারব না কেন।’ এভাবেই শুরু। ওই রাতেই দুই ভাই মিলে ব্র্যান্ডের নাম ঠিক করলেন। তারপর লোগো তৈরি করে ফেললেন। পরদিন ইমরান ১২ হাজার টাকা নিয়ে পুরান ঢাকার সিদ্দিকবাজার থেকে বেশ কিছু টুপি কিনে আনলেন।
[ad_2]
Source link