[ad_1]
সর্বশেষ সংস্থাটির পর্ষদ সভা অনুষ্ঠিত হয় গত ১৫ ডিসেম্বর, বর্তমান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে। তাতে ৫টি মেলার বিষয়ে আংশিক অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই করের টাকার সর্বোত্তম ব্যবহার, আর অর্থপূর্ণ মেলা। আগের সরকারের সময় মেলায় অংশ নেওয়ার ভর্তুকি বাবদ বরাদ্দের টাকা দেদার খরচ হয়েছে। উদ্যোক্তাদের মেলায় অংশ নেওয়া বা এ ব্যাপারে ভর্তুকি দেওয়ার বিরোধী নই আমি। প্রকৃতপক্ষে রপ্তানিপণ্য সম্প্রসারণে কোনো বাধা নেই। তবে আমি কাউকে ঘুরতে যেতে দিতে চাই না।’
নেপালের মেলায় অংশগ্রহণের বিষয়ে কয়েকজন নারী উদ্যোক্তা থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘যৌক্তিক হলে তাঁরা অবশ্যই নেপালের মেলায় অংশ নেবেন।’
[ad_2]
Source link