Homeদেশের গণমাধ্যমেবিদ্যুৎকেন্দ্রের রেস্ট হাউসে বন্যহাতির তাণ্ডব

বিদ্যুৎকেন্দ্রের রেস্ট হাউসে বন্যহাতির তাণ্ডব

[ad_1]


রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২০ নভেম্বর ২০২৪  
আপডেট: ১৬:৪৪, ২০ নভেম্বর ২০২৪

বিদ্যুৎকেন্দ্রের রেস্ট হাউসে বন্যহাতির তাণ্ডব


রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র এলাকার বিদ্যুৎ ভবনের রেস্ট হাউসে তাণ্ডব চালিয়েছে বন্যহাতির পাল বলে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

গতকাল মঙ্গলবার ভোরের দিকে হাতিগুলো রেস্ট হাউজের দরজা-জানালা ভেঙে ফেললে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা কর্মকর্তারা। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে হাতিগুলো সরিয়ে দেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

বুধবার (২০ নভেম্বর) কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের এ তথ্য জানান।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তরা জানান, বন্যহাতির দল প্রায়ই বিদ্যুৎ ভবন এলাকায় এসে পড়ে। আগেও একাধিকবার বিদ্যুৎ ভবনের পাশে হাতির পালকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে এবার হাতির পাল বিদ্যুৎ ভবনে হানা দিয়ে দরজা জানালা ভেঙে ফেলে। এসময় বিদ্যুৎ ভবনে উপস্থিত কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, “বন্যহাতি আক্রমণ চালিয়ে বিদ্যুৎ ভবনের দরজা ও জানালা ভেঙে ফেলেছে বলে খবর পেয়েছি। এর আগেও কয়েকবার বন্যহাতি বিদ্যুৎ ভবন এলাকায় এসেছিল। তখন কোনো ক্ষয়ক্ষতি না করলেও এবার তারা ভবনের দরজা-জানালা ভেঙে ফেলেছে।” 

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন বলেন, “গত পরশু (সোমবার) থেকে বন্যহাতির আক্রমণের একাধিক খবর আমরা জানতে পারি। সবশেষ বিদ্যুৎ ভবনের বন্যহাতির আক্রমণের খবর আসে। মঙ্গলবার ভোরে আমরা সেখান থেকে হাতি তাড়াতে যায়। বিভিন্ন কৌশল অবলম্বন করে হাতি তাড়াতে হয়েছিল। এসময় বিদ্যুৎ ভবনের দরজা-জানালা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।”

ঢাকা/শংকর/মাসুদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত