রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা ইসলাম জান্নাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লাবিবা স্থানীয় মাদরাসায় পড়ালেখা করতো।
বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আব্দুল্লাহ বলেন, বিকেলের দিকে আমাদের বাসার জানালায় হাত দিলে বাইরে দিয়ে যাওয়া ইলেকট্রিক তারে স্পর্শ করে। এতে কিছুক্ষণ আমার মেয়ে তারের সঙ্গে আটকে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার পসরা গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
কাজী আল আমীন/এমএইচআর/জেআইএম