[ad_1]
বাংলাদেশের ক্রিকেট থেকে আর সবকিছু উধাও হয়ে যাওয়ার দিন সমাগত। অন্য বড় কিছু না ঘটে গেলে আগামী কিছুদিন, বলা ভালো এক মাসের বেশি সময় ধরে আলোচনায় থাকবে শুধুই বিপিএল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পা দিয়ে সেই আবহ কাল বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। একাডেমি মাঠে অনুশীলন শুরু হয়েছে এদিন থেকেই। সকালে ঢাকা ক্যাপিটালস ও দুপুরে চিটাগং কিংস। অনুশীলনের পর দুই দলের কোচ খালেদ মাহমুদ ও শন টেইটের সংবাদ ব্রিফিংয়ে সংবাদকর্মীদের ভিড়।
একাডেমি ভবনের উল্টো দিকে মূল স্টেডিয়ামের গ্যালারির নিচে আম্পায়ার্স বিভাগের অফিস রুম। দরজার বাইরে বরাবরের মতো স্যুটেড–বুটেড অবস্থায় পাওয়া গেল বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসানকে। সব দলের কোচ–অধিনায়ক ও আম্পায়ারদের নিয়ে টেকনিক্যাল কমিটির সভায় বসবেন একটু পর। ওপরে বিসিবি কার্যালয়ে গিয়ে জানা গেল সভা আছে আরও একটি, বিপিএল সমন্বয় সভা।
[ad_2]
Source link