Homeদেশের গণমাধ্যমেবিমানবন্দর থেকে ‘ফিরোজা’ পর্যন্ত নিরাপত্তায় পুলিশ

বিমানবন্দর থেকে ‘ফিরোজা’ পর্যন্ত নিরাপত্তায় পুলিশ

[ad_1]

চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি পুলিশের বিশেষ শাখা (এসবি), র্যাব ও গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে যৌথ দায়িত্ব শুরু করেছে ডিএমপির উত্তরা বিভাগ ও গুলশান বিভাগ।

বিমানবন্দর থেকে ‘ফিরোজা’ পর্যন্ত নিরাপত্তায় পুলিশ

ডিএমপির উত্তরা বিভাগ বিমানবন্দরসহ তাদের আওতাধীন এলাকায় মোড়ে মোড়ে এবং কিছুদূর পর পর পুলিশ সদস্য মোতায়েন করেছে। একই সঙ্গে গুলশানের আওতাধীন এলাকা বাসভবন ফিরোজাসহ বনানী ও ক্ষিলখেত এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে উত্তরা বিভাগ। পাশাপাশি সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করছে ট্রাফিক উত্তরা ও গুলশান বিভাগ।

পুলিশ জানিয়েছে, আজ এসএসসি পরীক্ষার জন্য এবং হজযাত্রী ও বিদেশযাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য পুলিশ সড়কে কাজ করছে। কোনো অবস্থাতেই অকারণে রাস্তার মাঝখানে গাড়ি থামলে সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

জাগো নিউজের একাধিক প্রতিবেদক জানান, বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তার দায়িত্ব পালন করছে পুলিশ। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও নজরদারি করছে পুলিশ সদস্যরা। এছাড়া বিভিন্ন ভবনের রুফটপেও তাদের দেখা গেছে।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল নামবে বলে জানা গেছে। এ বিপুলসংখ্যক নেতাকর্মীকে বিমানবন্দরে নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তার ছক তৈরি করেছে ডিএমপি। ডিএমপি জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে যাবেন অনেকেই, সেই বিষয়টি আমলে রেখেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আশপাশে আগত নেতাকর্মীদের সমবেত হতে দেবে না পুলিশ। তাদের মূল সড়কের একপাশে রাখা হবে। এছাড়া খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত পুলিশ সড়ক কর্ডন (বেষ্টনী) করে রাখবে। গাড়িবহরের মধ্যে হঠাৎ করে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখবে পুলিশ।

jagonews24

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিমানবন্দর থেকে আমাদের আওতাধীন এলাকায় উত্তরার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যসহ ২৭০ জন পুলিশ নিয়োজিত রয়েছে। শুধু বিমানবন্দরে রয়েছে ৬০ জন পুলিশ সদস্য। বিভিন্ন ভবনের রুফটপে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। নিরাপত্তার জন্য উত্তরায় বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট, পেট্রোলিং এবং সাদা পোশাকেও মোতায়েন রয়েছে পুলিশ। এক কথায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে।

তিনি বলেন, বিএনপি নেতাদের অনুরোধ জানানো হয়েছে। তারা যেন ব্যানার-ফেস্টুন যাই থাকুক না কেন মূল সড়কে না আসেন, ফুটপাতে থেকে যেন অভ্যর্থনা জানান।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন তিনি। লন্ডনের গ্রিনিচ সময় সোমবার (৫ মে) বিকেল ৪টা ১০মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি। সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

টিটি/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত