Homeদেশের গণমাধ্যমেবিয়ের জন্য আপনি কি প্রস্তুত?

বিয়ের জন্য আপনি কি প্রস্তুত?

[ad_1]

• সংবেদনশীল ত্বকের জন্য হালকা ভেজা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন কিছু মটর কিংবা মুগডাল। মিহি গুঁড়া করে কাচের বয়ামে রেখে দিন। প্যাক তৈরির জন্য ডালের গুঁড়ার সঙ্গে পরিমাণমতো টকদই, কয়েক ফোঁটা গ্লিসারিন আর একচিমটি কর্পূর মিশিয়ে নিন খুব ভালোভাবে। প্যাক লাগানোর ১৫ মিনিট পর মালিশ করে করে তুলে ফেলুন।

• তৈলাক্ত ত্বক কিংবা যাঁদের ত্বকে ব্রণ আছে, তাঁরা ২ টেবিল চামচ লবঙ্গ, ২৫টি তেজপাতা আর ৮-১০টি দারুচিনি নিয়ে হালকা ভেজা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন। এরপর গুঁড়া করে মিশিয়ে কাচের বয়ামে রাখুন। প্যাক তৈরির সময় বয়াম থেকে দেড় চা–চামচ পরিমাণ বের করে নিন। এর সঙ্গে এক চা–চামচ ময়দা আর এক চা–চামচ চালের গুঁড়া নিন। পানি মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি প্রয়োগের পর জ্বালা ভাব হবে। তাতে ভয় নেই। জ্বালা বন্ধ হলে এরপর ধুয়ে ফেলুন। ব্রণ থাকলে রোজ ব্যবহার করতে হবে, তবে শুধু ব্রণের জায়গায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত