Homeদেশের গণমাধ্যমেবিয়ে করছ না কেন—এমন প্রশ্নের জবাবে কী বলবেন

বিয়ে করছ না কেন—এমন প্রশ্নের জবাবে কী বলবেন

[ad_1]

১. ‘খুব খুশি হলাম যে আপনি এটা জিজ্ঞেস করলেন!’

এমন বাক্যের পর আপনি নিজের জীবনের সুন্দর দিক সম্পর্কে কিছু কথা জানিয়ে দিতে পারেন প্রশ্নকর্তাকে।

২. ‘আমিও তো ভাবছি, আপনি এখনো সংসার করছেন কেন!’

হাসতে হাসতে এমন একটা কথা বললে পরিবেশটা হালকা হয়ে আসার সম্ভাবনা থাকে। আলাপের গতিপথ সংসারের মিষ্টি খুনসুটির গল্পের দিকে নিয়ে যাওয়া যায়। প্রশ্নকর্তা অবশ্য বলতে পারেন, ‘তুমি তো সংসার করে দেখোনি’, জবাবে বলতে পারেন, ‘আপনিও তো আমার বয়সে একলা থেকে দেখেননি!’

৩. ‘আরেহ! এই প্রশ্ন তো আমি প্রথম শুনলাম!’

প্রশ্নকর্তা যদি মোটামুটি বুঝদার মানুষ হয়ে থাকেন, তাহলে আশা করা যায়, তিনি নিজেই আর এ প্রসঙ্গে কথা বাড়াবেন না। উপলব্ধি করবেন, বিষয়টি নিয়ে বারবার কথা শুনে আপনি বিরক্ত।

৪. ‘এ ব্যাপারে আলাপ করতে চাচ্ছি না।’

এখানে ভাষা একটু কড়া হলেও জবাবটা আপনি যখন হাসিমুখে দেবেন, তখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে।

৫. ‘সেই যে ডাইনি বুড়িটা অভিশাপ দিল!’

এমন উত্তরের মাধ্যমে মজার ছলেও বুঝিয়ে দিতে পারেন, এ নিয়ে কথা বলার আদতে কোনো প্রয়োজনই নেই।

৬. ‘আমি একা থাকতেই পছন্দ করি’

আপনার ইচ্ছা-অনিচ্ছার মূল্যই আপনার কাছে সবচেয়ে বেশি, তা বুঝিয়ে দিতে পারেন এমন দৃঢ় জবাবে। প্রশ্নকর্তা অবশ্য এরপরও বহু যুক্তি দাঁড় করাতে পারে আপনার সামনে। কিন্তু তাতে কী, আপনার জবাব তো সোজাসাপটা।

৭. ‘দারুণ প্রশ্ন! আপনি বিষয়টা কখন আবিষ্কার করলেন?’

এ রকম একটা পাল্টা প্রশ্ন করলে তিনি আপনার পড়ালেখার সমাপ্তি বা ক্যারিয়ারের শুরু কিংবা কোনো মাইলফলক সম্পর্কে কথা বলতে পারেন। তাতে আপনার সাফল্যের মুকুটে যেসব পালক আছে, সেসব ক্রমে উন্মোচিত হবে। বিয়ে নামক এই একটা ‘মাইলফলক’ অর্জন ছাড়াই যে আপনি সফল, তা যখন আলোচনায় উঠে আসবে, আপনাকে হীনম্মন্য করে ফেলার প্রয়াসটা কিন্তু মাঠে মারা যাবে!

সূত্র: টাইম

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত