Homeদেশের গণমাধ্যমেবিয়ে বন্ধনে ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী!

বিয়ে বন্ধনে ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী!

[ad_1]

ছেলেটির স্বভাব ‘বাজে’, অথচ তাকেও কিনা একজন ভালোবাসে! শুধু ভালোবাসা নয়, সোজা বিয়ের পিঁড়িতে বসে গেলেন। বলছি ‘বাজে স্বভাব’ খ্যাত গায়ক রেহান রাসুলের কথা।

রেহানের গাওয়া ‘আমার এই বাজে স্বভাব’ গানটি যখন মুক্তি পায়, বলা যায় মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিলো। বিশেষকরে তরুণরা লুফে নিয়েছিলো গানটি। নিজের লেখা ও সুরে গানটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তবে গানের মতই বাস্তবেও নিজের স্বভাব বাজে বলেন এই গায়ক।

হঠাৎ করেই এই শিল্পী আলোচনায়। বিয়ে করেছেন তিনি এবং খবরটি নিজেই জানিয়েছেন। শুক্রবার(৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে নববধুর সাথে একটি ছবি শেয়ার করেছেন গায়ক। ক্যাপশনে লিখেছেন,‘শক খাইয়েন না, ঘটনা সত্য।’ বিয়ে বন্ধনে ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী! খবর দেখে তার ভক্তরা প্রায় চমকে গেছে। তবে কমেন্টবক্স শুভকামনায় ভরিয়ে দিয়েছে তারা। কেউ কেউ যে অনেক বেশি চমকে গেছে সেটিও জানিয়েছে। একজন মন্তব্য করেছেন, ‘যাহ, বিশ্বাস করি না।’ আরেকজন লিখেছেন, ‘আরে আরে আরে! শেষমেষ রেহান ভাই বিয়ে করেই ছাড়লো!’

রেহান এর আগে পরিচিত মহলে বলে এসেছেন তিনি বিয়ে করবেন না। কিন্তু শেষমেশ বিয়েটা সেরেই ফেললেন। এ বিষয়ে তিনি বলেন, কখনো তিনি ভাবেননি এমন একজন মানুষ পাবেন। সবাই  যাকে ছন্নছাড়া, স্বভাবে বাজে হিসেবে চেনে অথচ সেই ছেলেটিকেই মেয়েটা ভালোবাসে। বিয়ে বন্ধনে ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী! জানা গেছে, রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। ২০১৬ সালে তাদের পরিচয় হয়। তবে ২০২৩ সাল থেকে তারা একসাথে সময় কাটাতে থাকেন, আড্ডায় নিয়মিত দেখা হতে থাকে। ২০২৪ সালে তারা প্রেমে পড়েন একে অপরের।

রেহান জানিয়েছেন, বিয়েতে কোন আড়ম্বর কিছু করেননি। দুই পক্ষের আত্মীয়স্বজনের উপস্থিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বর্তমানে নতুন গান নিয়ে ব্যস্ত আছেন রেহান। ‘বাজে স্বভাব’ গান ছাড়াও সিনেমায় আবহ সংগীতশিল্পী হিসেবে কাজ করেও তিনি প্রসংশা পান। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত