[ad_1]
রুকাইয়া জাহান চমক
এ বছরের জুনের তৃতীয় সপ্তাহে বিয়ের খবর প্রকাশ্যে আসে অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমকের। বিয়ের খবর প্রকাশিত হতে না হতেই চমক ও তাঁর স্বামী আজমান নাসিরকে নিয়ে চর্চা হতে থাকে। এর মধ্যে কেউ কেউ বলেন, নাসিরের এটি তৃতীয় বিয়ে আর চমকের দ্বিতীয়। বিয়ে প্রসঙ্গে নাসির তাঁর অবস্থান আগে পরিষ্কার করলেও শুরুতে কিছুই বলেননি চমক। তবে বিয়ের খবর নিজে থেকে কাউকে জানাতে চাননি চমক। যখন খবরটি ছড়িয়ে পড়ে, তখন স্বামীকে নিয়ে কথা বলেন চমক। তখন তিনি বলেছিলেন, ‘মানুষটার সম্পদ বলতে কিছুই নেই, অতীতও খুব একটা মধুর নয়! কিন্তু রাজার মতো একটা মন আছে, যেখানে সে আমাকে রানির মতো রেখেছে। আমি সুখী। এ মুহূর্তে আমার মতো সুখী কজন আছে, জানি না। আবার এই সুখ কত দিন টিকবে, তা-ও জানি না।’ চমকের অভিনয়জীবন চার বছর হতে চলেছে। নাটক, বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্রও বানিয়েছেন।
[ad_2]
Source link