বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান থানার জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় গান বাংলা টেলিভিশন চ্যানেলের নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এদিন শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর পর বিরক্ত মুখে আদালতকে ধন্যবাদ জানান তিনি।
বুধবার (৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে এ ধন্যবাদ জ্ঞাপন করেন তাপস।
এদিন সকাল সাড়ে ১০টার পর একা একা তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে কাঠগড়ার সামনের দিকে দাঁড়ান তিনি। তার শরীরে সাদা রঙয়ের পাঞ্জাবি ছিল। অন্য আসামিদের গ্রেফতার শুনানি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন গুলশান থানার উপপরিদর্শক, মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম। তিনি বলেন, ‘এ মামলার সঙ্গে কৌশিক হোসেন তাপসের সম্পর্কের সন্ধান পেয়েছি। এ হত্যাচেষ্টা মামলায় যারা অস্ত্র দিয়েছে, খাদ্য দিয়েছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তাপস তাদের একজন।’
পরে আসামিপক্ষের আইনজীবী আরাফাত মোস্তফা বলেন, ‘এসব মামলার সঙ্গে উনার সংশ্লিষ্টতা নেই। তিনি হাইকোর্ট থেকে ইতোমধ্যে জামিন পেয়েছেন। এ কারণে তাকে আবার নতুন মামলায় জড়ানো হচ্ছে। জুলাই আন্দোলনের সময় তিনি প্রোফাইল লাল করেছেন।’
পরে বিচারক তার গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তিনি বিচারকে দিকে বিরক্তি মাখা মুখে কয়েকবার বলেন, ‘ধন্যবাদ, ধন্যবাদ।’
দ্বিতীয় তলা থেকে লিফটে নামতে তিনি পুলিশের সঙ্গে জোরাজুরি করেন।