[ad_1]
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৫৬, ২২ এপ্রিল ২০২৫

আজ বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল দিবসটি উদযাপন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’।
ধরিত্রী অর্থ পৃথিবী। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষাই দিবসটি পালনের উদ্দেশ্য।
১৯৭০ সালে জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিলো যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সেই থেকেই দিবসটির সূত্রপাত। সে বছরই মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। এ কারণে পরবর্তীকালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।
এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস। ১৯৯০ খ্রিস্টাব্দে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ। জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেওয়া হয়। এরপর দিবসটি ‘বিশ্ব ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। বর্তমানে ১৯৩টিরও বেশি দেশ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে।
ঢাকা/টিপু
[ad_2]
Source link