Homeদেশের গণমাধ্যমেবুধবার ‘গুরুত্বপূর্ণ দিন’, জামিন পাবেন ইমরান খান?

বুধবার ‘গুরুত্বপূর্ণ দিন’, জামিন পাবেন ইমরান খান?

[ad_1]

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, শিগগিরই জেল থেকে মুক্তি পাবেন। এদিকে বুধবার (১১ জুন) তার জামিন শুনানি রয়েছে। ফলে ইমরান খান জামিন পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (০৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআই চেয়ারম্যান গওহর আলি খান জানান, আগামী বুধবার (১১ জুন) দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, খুব শিগগিরই জেল থেকে ইমরান খান ছাড়া পেতে চলেছেন। তার এ মন্তব্যের পর মূলত ইমরান খানের জামিন নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান খানকে ছাড়াই ৪টি ঈদ কেটে গেল। তবে তিনি খুব দ্রুতই ছাড়া পাবেন। ১১ তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।

এদিকে পাকিস্তানের ক্ষমতাসীন শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। রোববার পিটিআই চেয়ারম্যানও বিরোধী দলগুলোকে একজোট হয়ে আন্দোলনের কথা বলেন।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে রয়েছে। আল কাদির ট্রাস্ট অর্থ আত্মসাতের মামলা হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। তবে আদালত এ মামলার শুনানি ১১ জুন পর্যন্ত স্থগিত করেছে। এ দিন মামলার বিষয়ে কোনো ফয়সালা আসতে পারে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত