[ad_1]
আটক নারী ময়মনসিংহের গৌরীপুর থানার বাসিন্দা। জসিম রাজধানীর মিরপুর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাটে ওই নারীকে রেখেছিলেন।
এর আগে ১৩ নভেম্বর সকালে রূপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টরসংলগ্ন লেকপাড় এলাকায় হাত ধুতে গেলে পলিথিনে মোড়ানো মরদেহ দেখতে পান এক রিকশাচালক। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে একটি কালো পলিথিনে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত ব্যক্তির টুকরা (অজ্ঞাত ব্যক্তির মাথা, দুটি হাত, বিচ্ছিন্ন দুটি পা, বিচ্ছিন্ন বুকের পেছনের অংশ, পেটের ভুঁড়ি, ফ্যাপসা, কলিজা এবং দেহের অংশ একটি সাদা পলিথিনের ভেতর মোড়ানো অবস্থায়) মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে জানান, অজ্ঞাত ব্যক্তির টুকরা মরদেহ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ রূপগঞ্জ থানায় হত্যা মামলা করে। তিনি বলেন, জসিমের গাড়িচালক মো. মালেকের কাছ থেকে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ) সার্কেল মেহেদী হাসানের নেতৃত্বে রূপগঞ্জ থানা–পুলিশের একটি দল সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই নারীকে শনাক্ত করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে মিরপুর কাফরুল থানার শেওড়াপাড়ার ভাড়া বাসা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, হ্যাকসো ব্লেড, সাফারি স্যুট, জুতা জব্দ করা হয়েছে।
[ad_2]
Source link