[ad_1]
সংক্ষিপ্ত স্কোর: ২য় দিনের খেলা,
প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৮ ওভারে ১২২/৬ (মিরাজ ১৮*, তাইজুল ৮*, সাদমান ৬৪, জাকের ১, লিটন ১, দিপু ২২, জয় ৩, মুমিনুল ০)
জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে ২৮ ওভারে ৫৩ রান যোগ হলো চার উইকেটের বিনিময়ে। বলা যায় এই সেশনে ওয়েস্ট ইন্ডিজ দাপট দেখিয়েছে। কিন্তু মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম এক ঘণ্টারও বেশি সময় ধরে দৃঢ়চেতা ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের আর সাফল্য পেতে দেননি।
শামার জোসেফ তিনবার বাংলাদেশের ব্যাটিংয়ে আঘাত করেন। জাকের আলী, লিটন দাস ও হাফ সেঞ্চুরিয়ান সাদমান ইসলামকে আউট করেন তিনি। জেইডেন সিলস বল হাতে ছিলেন মিতব্যয়ী। ১৩ ওভার বল করে মাত্র চার রান দেন, মেডেন ৯ ওভার। শাহাদাত হোসেন দিপুর উইকেটও নেন তিনি।
এখন দেখার অপেক্ষা, বিরতির পর কত লম্বা সময় ধরে মিরাজ ও তাইজুল প্রতিরোধ চালিয়ে যেতে পারেন। লাঞ্চ ব্রেকের আগে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১২২ রান।
মিরাজ-তাইজুলের প্রতিরোধ
৯৮ রানে বাংলাদেশ ছয় উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম সপ্তম উইকেট জুটিতে প্রতিরোধ গড়েছেন। পঞ্চাশের বেশি বল তারা খেলে বিপর্যয় সামলানোর চেষ্টা করছেন।
সাদমানকে হারিয়ে আরও বিপদে পড়লো বাংলাদেশ
প্রথম দিনের মতো দৃঢ় ব্যাটিং করে যাচ্ছিলেন সাদমান ইসলাম। কিন্তু অন্য প্রান্ত থেকে উইকেট যাওয়ার হিড়িক পড়েছিল। একে একে শাহাদাত হোসেন দিপু, লিটন দাস ও জাকের আলীকে বিদায় নিতে দেখলেন তিনি। তারপর নিজেও প্যাভিলিয়নের পথে হাঁটলেন। ৯৮ রানে ছয় উইকেট হারালো বাংলাদেশ। জাকেরকে ফেরানোর পর শামার জোসেফ টানা দ্বিতীয় ওভারে সাদমানকে জশুয়া ডা সিলভার ক্যাচ বানালেন। ১৩৭ বলে ৫ চার ও ১ ছয়ে ৬৪ রান করেন তিনি। পানি পানের বিরতির পরই তাকে ফিরতে হলো। আট নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন তাইজুল ইসলাম।
দিপুর পর দ্রুত লিটনের বিদায়
লিটন দাস অল্প সময় ক্রিজে থাকলেন। শুরু থেকে স্বস্তিতে ছিলেন না তিনি। জেইডেন সিলসের বলে আউটসাইড এজ হয়ে প্রথম স্লিপে কাভেম হজের ক্যাচ হলেন লিটন। ৬ বলে ১ রান করেন তিনি। ৮৮ রানে বাংলাদেশ হারালো চতুর্থ উইকেট। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন জাকের আলী।
ইনিংস লম্বা করতে পারলেন না দিপু
৭৩ রানে ভেঙে গেলো সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দিপুর জুটি। ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে তারা রবিবার খেলা শুরু করেছিলেন। দিনের নবম ওভারে শামার জোসেফ বোল্ড করেন দিপুকে। ৮৩ রানে বাংলাদেশ হারালো তৃতীয় উইকেট। ৮৯ বলে ২ চারে ২২ রান করেন দিপু। ১২ রানে নতুন দিন শুরু করেছিলেন তিনি।
সাদমানের ব্যাটে আশা জাগানিয়া শুরু বাংলাদেশের
জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হয়েছে। আগের দিন ভেজা আউটফিল্ডের কারণে মাত্র ৩০ ওভার খেলা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২ উইকেটে করে ৬৯ রান। নতুন দিনে ব্যাটিংয়ে আছেন সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দিপু। দুজনের ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি কত বড় হয় সেটাই দেখার অপেক্ষা। এদিন পাঁচ ওভার খেলা হলেও দৃঢ়চেতা ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন সাদমান।
জ্যামাইকায় প্রথম দিন রাঙালেন সাদমান
জ্যামাইকায় এক সপ্তাহের মধ্যে প্রথমবার সূর্যের মুখ দেখা গিয়েছিল। গত কয়েক দিনের বৃষ্টির প্রভাব পড়েছিল কিংসটনের স্টেডিয়ামেও। ভেজা আউটফিল্ডের কারণে পাঁচ ঘণ্টা মাঠের মেরামত কাজ শেষে খেলা শুরু হয়। প্রত্যাশিতভাবে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। কিন্তু ১০ রানের মধ্যে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের বিদায়ে বিপদসংকেত বাজছিল বাংলাদেশের কানে। কেমার রোচ দুজনকে আউট করে ওয়েস্ট ইন্ডিজের দিকে ম্যাচ টেনে নেন।
তবে দিন শেষে ক্যাচ মিসের খেসারত দিতে হলো স্বাগতিকদের। দুইবার জীবন পাওয়া সাদমান ইসলাম তার ফেরাটা রাঙালেন হাফ সেঞ্চুরিতে। ১৫ ও ৩৫ রানে আলিক আথানেজ ও ক্রেইগ ব্র্যাথওয়েটের হাত ফসকে বেঁচে যান তিনি। জাকির হাসানের বদলে একাদশে জায়গা পাওয়া এই ব্যাটার সেই সুযোগ কাজে লাগিয়ে করলেন ফিফটি, ৯৩ বল খেলে। ৮ রানে আথানেজ ও কাভেম হজের কাছে জীবন পাওয়া শাহাদাত হোসেন দিপুর সঙ্গে তার জুটি ৫৯ রানের। ৩০ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। শুরুর ধাক্কা কাটিয়ে বেশ স্বস্তিতেই প্রথম দিনের খেলা শেষ করলো সফরকারীরা। ৫০ রানে সাদমান, দিপু ১২ রানে অপরাজিত আছেন।
[ad_2]
Source link