[ad_1]
মাতুরিনের মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে আজ বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল পঞ্চম, ভেনেজুয়েলা ৪৪তম। শুধু র্যাঙ্কিং নয়, দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল সংস্কৃতিতে ভেনেজুয়েলা অন্যতম দুর্বল দল। কখনো বিশ্বকাপেও খেলতে পারেনি, ব্রাজিল সেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন।
শক্তি ও সাফল্যের এমন পার্থক্যেই এই ম্যাচের ফল আন্দাজ করে নেওয়া যায়। কিন্তু ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র সে গোত্রের মানুষ নন। তিনি একটি পরিবর্তন দেখছেন, আর সেই পরিবর্তনটি এসেছে গোটা বিশ্ব ফুটবলেই। তাতে বড় দল ও ছোট দলের মাঝে শক্তির ব্যবধান অনেক কমেছে বলে মনে করেন দরিভাল।
[ad_2]
Source link