[ad_1]
মাঠেই জন্মদিনের উপহার পেলেন ক্রেইগ ব্রাফেট! ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে সেই উপহার দিলেন প্রতিপক্ষ বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলামকে অনসাইডে খেলতে চেয়েছিলেন ব্রাফেট। টাইমিংয়ে গড়বড় হয়ে বল চলে গেল উল্টোদিকে শর্ট একস্ট্রা কাভারের দিকে। অপ্রস্তুত মিরাজের বাড়িয়ে দেওয়া ডান হাতটি বলটি ছুঁতে পারলেও মুঠোবন্দী করতে পারল না। ফল, জন্মদিনে ক্রিকেটীয় জীবন উপহার পেয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা ৮৬ টেস্ট খেলে রেকর্ড গড়া ব্রাফেট।
ব্রাফেট জীবন পেয়েছেন ২৬ রানে। এরপর আরও ৬ রান যোগ করার পর সেই মিরাজের করা প্রথম ওভারে এলবিডব্লুর আবেদনে আম্পায়ার কুমার ধর্মসেনা আঙুল তুলে দিয়েছিলেন। তবে তাৎক্ষিণক রিভিউ নিয়ে টিকে যান ব্রাফেট। বলটির ইমপ্যাক্ট যে ছিল অফ স্টাম্পের বাইরে। উইকেটটি নিয়ে মিরাজ প্রায়শ্চিত্ত করতে পারলে দারুণ একটি ব্যাপারই হতো। ৩২তম জন্মদিনে ঠিক ৩২ রানেই ফিরতেন ব্রাফেট।
৩২–এ ৩২–এ না আটকে তিন বল পরেই ৩৩ পেয়ে যান ব্রাফেট। ক্যারিবীয় অধিনায়ক আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হওয়া দিনটা শেষ করলেন ১১৫ বলে ৩৩ রানেই অপরাজিত থেকে। ৪৫ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী কিসি কার্টি অপরাজিত ৬০ বলে ১৯ রান করে। তাঁর দল দিন শেষ করেছে ৩৭ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলে। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৯৪ রানে পিছিয়ে আছে দলটি।
[ad_2]
Source link