[ad_1]
শারমিনের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, এক নারীর সঙ্গে পরকীয়া, যৌতুকের জন্য নির্যাতনসহ নানা বিষয় নিয়ে প্রতিবাদ করায় দুই মেয়েসহ শারমিনকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন বিষ খাইয়ে হত্যা করেছেন। পরে তাঁরা লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যান।
শারমিন জেলার বিজয়নর উপজেলার ইসলামপুরের শশই এলাকার বাসিন্দা কদু মিয়ার মেয়ে। আশরাফ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে দৈনিক হাজিরা ভিত্তিতে নিরাপত্তা শ্রমিক হিসেবে কাজ করেন।
শারমিনের বাবার বাড়ির লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে শারমিনের সঙ্গে আশরাফের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর আশরাফ অপর এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পাশাপাশি আশরাফ জুয়া খেলতেন ও মাদকাসক্ত ছিলেন। এসব নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। বিষয়টি জানতে পেরে বাবার বাড়ির লোকজন শারমিনকে বিজয়নগরে নিয়ে ছয় মাস রাখেন। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন সালিস বৈঠকে বসেন। আশরাফ স্ত্রীর ভরণপোষণ দেবেন, খোঁজখবর রাখবেন এবং ভালোভাবে সংসার চালাবেন বলে সালিস বৈঠকে প্রতিশ্রুতি দেন।
[ad_2]
Source link