Homeদেশের গণমাধ্যমেব্রিটেনে ১০ বছরের পাকিস্তানি শিশুকে হত্যায় দোষী বাবা ও সৎমা

ব্রিটেনে ১০ বছরের পাকিস্তানি শিশুকে হত্যায় দোষী বাবা ও সৎমা

[ad_1]

ব্রিটেনে ১০ বছরের শিশু সারা শরিফ হত্যায় তার বাবা উরফান শরিফ ও সৎমা বেইনাশ বাটুলকে দোষী সাব্যস্ত করেছে আদালত। লন্ডনের ওল্ড বেইলি আদালতে বিচারের সময় উঠে এসেছে শিশু সারার প্রতি ভয়াবহ সহিংসতার চিত্র। বুধবার (১১ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২৩ সালের আগস্টে সারার লাশ তার বাসভবনে পাওয়া যায়। প্রসিকিউশন জানায়, দীর্ঘদিনের সহিংসতা ও নৃশংস নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে।

সারার হত্যাকাণ্ডের পর শরিফ পরিবার ব্রিটেন ছেড়ে পাকিস্তানে পালিয়ে যায়। কিন্তু ২০২৩ সালের সেপ্টেম্বরে তারা দুবাই থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাদের গ্রেফতার করে।

প্রসিকিউটর বিল এমলিন জোনস আদালতে জানান, সারার শরীরে পোড়া দাগ, ভাঙা হাড় ও কামড়ের চিহ্ন পাওয়া গেছে। শিশুটির ওপর ধারাবাহিক ও গুরুতর নির্যাতন চালানো হয়েছিল।

৪৩ বছর বয়সী উরফান শরিফ ও তার ৩০ বছর বয়সী স্ত্রী বেইনাশ বাটুল আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেও বিচারকরা তাদের দোষী সাব্যস্ত করেন। মামলার রায়ে সারার চাচা ফয়সাল মালিককে হত্যার অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলেও শিশুটির মৃত্যুর জন্য দায়ী হওয়ার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

বিচারের শুরুতে উরফান শরিফ পুলিশকে জানান, আমি তাকে হত্যা করতে চাইনি, কিন্তু অতিরিক্ত মারধরের কারণে এই ঘটনা ঘটেছে।

যদিও শুরুতে তিনি সারার মৃত্যুর জন্য নিজের দায় অস্বীকার করেন, পরে আদালতে তিনি তার মেয়ের মৃত্যুর জন্য পুরোপুরি দায় স্বীকার করেন।

বেইনাশ বাটুলের আইনজীবী দাবি করেন, উরফান শরিফ ছিলেন সহিংস ও নিয়ন্ত্রণকারী। বাটুল তাকে ভয় পেতেন, যে কারণে তিনি আদালতে সাক্ষ্য দেননি।

উরফান শরিফ ও বেইনাশ বাটুলের সাজা ঘোষণা করা হবে ১৭ ডিসেম্বর।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত