Homeদেশের গণমাধ্যমেভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

[ad_1]

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর নাহিদ হাসান (১৫) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-জয়দেবপুর রেল লাইনের ভাঙ্গুড়া পল্লী বিদ্যুতের সাব স্টেশন এলাকার রেললাইনের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিখোঁজ হন নাহিদ হাসান।

জানা গেছে, নাহিদের বড় বোন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী হিসেবে বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। গত বৃহস্পতিবার বড় বোনকে সঙ্গে নিয়ে নাহিদ পরীক্ষার কেন্দ্রে গিয়েছিলেন। তার বড় বোন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে সাড়ে ১০টার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকে। এরপর থেকে পরিবারের লোকজন নাহিদের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না। সারাদিন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ওইদিন রাত সাড়ে আটটার দিকে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পিতা নুর মোহাম্মদ। এরপর শুক্রবার বিকেলের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে, একটি লাশ ভাঙ্গুড়া রেল লাইনের ধারে পড়ে আছে। পুলিশ ও পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ নাহিদের লাশ শনাক্ত করেন।

নাহিদের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে চলে গেছে। তবে পুলিশের ধারণা, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে।

নিহত নাহিদের চাচা বলেন, নাহিদ অত্যন্ত ভালো ছেলে। তার কোনো শত্রু নেই। কিন্তু কেন কারা এমন ঘটনা ঘটাল কিছুই বুঝতে পারছি না। অতিদ্রুত এই মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিও জানান তিনি।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে লাশ দেখতে পান। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সুরত হাল প্রতিবেদন শেষে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে বলেও জানান তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত