[ad_1]
জয়পুরহাটের পাঁচবিবিতের আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা রশিদুলের বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আব্দুর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, রবিবার আব্দুর রাজ্জাক আমদই বাজারে ওয়াজ মাহফিলে আসলে সেখান থেকে ডেকে নিজের বাড়ি পাঁচবিবি উপজেলার উচাই মধ্যপাড়া গ্রামে নিয়ে আসেন তার ভাতিজা রশিদুল ইসলাম। এরপর রাতে তাকে মারধর ও নির্যাতন করলে রাজ্জাক মারা যান। পরে সোমবার সকালে বাড়িতে তালা দিয়ে পরিবারসহ পালিয়ে যান রশিদুল। এরপর বিকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন বলেন, ‘নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া দুই হাত থেতলানো ছিল। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
[ad_2]
Source link