পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশে ভারতীয় বাহিনীর বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের দুটি পৃথক ঘটনায় কমপক্ষে চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
রবিবার (১১ মে) পাকিস্তানের সরকারি সূত্রের দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।
নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, গতকাল শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই পূর্ব পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট জেলার কার্যকরী সীমানা বরাবর এই লঙ্ঘন ঘটে।
শিয়ালকোটের পসরুর এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ১৮ বছর বয়সী এক কিশোরীর পিঠে গুলির আঘাত লাগে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে যখন ভারতীয় বাহিনী স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৩ থেকে ৬:৩০ এর মধ্যে হরপাল সেকশনে বেসামরিক বসতি লক্ষ্য করে গুলি চালায়।
সূত্রের বরাতে সিনহুয়া আরো জানিয়েছে, “ভারতীয় পক্ষের বিনা উস্কানিতে গুলিবর্ষণে জঙ্গল গ্রামের স্থানীয় এক পরিবারের তিন সদস্যও আহত হয়েছেন।”
সূত্রগুলো জানিয়েছে, কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা বরাবর কোটলি, ভিম্বার, চাম্ব এবং কেরান অংশেও যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে ভারতীয় দিক থেকে একাধিক আত্মঘাতী ড্রোন পাকিস্তানের শহরগুলোকে লক্ষ্য করে উড়তে দেখা যায়। ড্রোনগুলো সনাক্ত করে আটক করা হয়েছে।
উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করার পর আজ রবিবার দিনের শুরুতে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা কমেছে বলে মনে হচ্ছে। তবে, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো এই অঞ্চলে শান্তি প্রচেষ্টার ভঙ্গুরতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।