Homeদেশের গণমাধ্যমেভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, রাতেই বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক 

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, রাতেই বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক 

[ad_1]

বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রফতানিতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। এ প্রেক্ষিতে জরুরি পরিস্থিতি মোকাবিলা বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বৈঠকে বসেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর কাওরান বাজারে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যালয়ে। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। এছাড়া ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন ভারত সরকারের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এক আদেশ জারি করে বাংলাদেশকে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুযোগ দিয়েছিল। এই সুবিধার আওতায় স্থল, নৌ বা আকাশপথে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহন করা যেতো।

কিন্তু মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের সিবিআইসি হঠাৎ করে ওই আদেশ বাতিল করে। ফলে এখন থেকে বাংলাদেশি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে যেতে পারবে না। এমনকি বর্তমানে যেসব পণ্যবোঝাই যানবাহন ভারতের ভেতরে অবস্থান করছে, সেগুলোকে দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বাংলাদেশের রফতানি বাণিজ্যের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। আজকের বৈঠকে এর সম্ভাব্য পরিণতি ও করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত