ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে আটক যুবলীগের কেন্দ্রীয় নেতা জামিল আহমেদকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকালে বেনাপোল বন্দর থানা থেকে তাকে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।
এর আগে, সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে বেনাপোল স্থলবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
আটক জামিল আহমেদ (৪২) যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় স্থলবন্দরে যুবলীগ নেতা জামিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইমিগ্রেশন পুলিশ। আটকের পর তাকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করে। খবর পেয়ে তাকে গোবিন্দগঞ্জে নিয়ে আসতে রাতেই বেনাপোল বন্দর থানায় পুলিশ পাঠানো হয়। পরে কড়া নিরাপত্তায় একটি গাড়িতে করে তাকে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়েছে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।