Homeদেশের গণমাধ্যমেভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান

ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান

[ad_1]


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ২ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ২১:৪৮, ২ ডিসেম্বর ২০২৪

ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান


দৈনিক ‌আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, “বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছেন। বর্তমানে বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি।” 

তিনি বলেন, “জুলাই বিপ্লবে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের পতনের সঙ্গে সঙ্গে সঙ্গে ভারতের হেজেমনিরও (আধিপত্য) পরাজয় শুরু হয়েছে। এটা মেনে নিতে না পেরে ভারত ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করছে। বর্তমানে তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে ষড়যন্ত্রের অপচেষ্টা চালাচ্ছে। অথচ এ দেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদে আছেন। এ দেশের আলেম থেকে শুরু করে সংখ্যাগরিষ্ঠরা সবসময় তাদের নিরাপত্তা দিয়ে আসছেন।”

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চ ময়দানে শহীদ বাবরী মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজ দেশের সংখ্যালঘুদের রক্ষার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, “ভারতে প্রতিনিয়ত মুসলিমদের নির্যাতন করা হচ্ছে। মসজিদ ধ্বংস করা হচ্ছে। যারা নিজ দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার। এ দেশের তৌহিদি জনতা ফ্যাসিবাদকে পরাজিত করে ভারতীয় হেজেমনিকে উৎখাত করেছে। তারা কোনোদিন ভারতীয় হেজেমনি বা শেখ হাসিনার ফ্যাসিবাদকে এদেশে প্রত্যাবর্তন করতে দেবে না।”

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক কিংবা ধর্মীয় বিষয়ে বিভাজন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। যদি ফাটল থাকে তাহলে ফ্যাসিবাদ আবারো প্রত্যাবর্তনের চেষ্টা করবে।”

যুব ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে  সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- হেফাজতে ইসলামে যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, জাতীয় নাগরিক কমিটির সদস্য আতাউল্লাহ ইসলাম।

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত