[ad_1]
পাকিস্তানে ভারত ক্রিকেট দলের সফর বন্ধ হয়ে যাওয়ার পেছনে লাহোরের ঘটনা ছিল সবার জন্য ‘কমন’। তবে ভারত সরকারের জন্য বাড়তি হিসেবে ছিল ২৬/১১। ২০০৮ সালের ২৬ নভেম্বর টানা চার দিন মুম্বাইয়ে দফায় দফায় সন্ত্রাসী হামলা হয়, যাতে পৌনে দুই শ মানুষ নিহত হয়।
মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় পাকিস্তানকে সরাসরি দায়ী করে ভারত। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকে। সঙ্গে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর হামলার ঘটনা মিলিয়ে ভারত পাকিস্তানে ক্রিকেট দল পাঠানো বন্ধ করে দেয়। ২০১৫ সালে দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ চালুর সম্ভাবনা দেখা দেয়।
ওই বছরের অক্টোবরে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কথা বলতে ভারতে যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের তখনকার চেয়ারম্যান শাহরিয়ার খান ও প্রধান নির্বাহী নাজাম শেঠি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে যেদিন বৈঠক হবে, সেদিন ওয়াংখেড়েতে হানা দেন শিবসেনার কর্মীরা। প্রায় দুই শর মতো শিবসেনা বিসিসিআই প্রধান শশাঙ্ক মনোহরসহ অন্যদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখলে পিসিবি-বিসিসিআই বৈঠক পণ্ড হয়ে যায়। হোটেল থেকে বেরিয়ে সেদিন বিকেলেই ভারত ছাড়েন শাহরিয়ার খান।
[ad_2]
Source link