Homeদেশের গণমাধ্যমেভালো শুরুর আশায় সৌম্য

ভালো শুরুর আশায় সৌম্য

[ad_1]

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে যায় তার। লাগে পাঁচটি সেলাই। সেই চোটে চলতি বিপিএলে এখনো মাঠে নামতে পারেননি। তবে চোট থেকে এখন অনেকটাই মুক্ত তিনি। মাঠের লড়াইয়ে নামতে ইতোমধ্যে রংপুর রাইডার্সের তাঁবুতে যোগ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে দ্রুতই তিনি মাঠে ফিরবেন!

পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে রংপুর রাইডার্সে অনুশীলন শুরু করে দিয়েছেন সৌম্য। বাংলাদেশের এই হার্ডহিটার ব্যাটার আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। মাঠে ফেরার লড়াইয়ে অবশ্য খুব বেশি তাড়াহুড়ো করছেন না। শুক্রবার বিপিএলে রংপুরের ম্যাচের ফাঁকে সম্প্রচারকারী টেলিভিশনকে জানান, মাঠে ফিরতে পেরে ভালো লাগার কথা। অনুশীলন প্রসঙ্গে বলেছেন, ‘সবচেয়ে ভালো লেগেছে মাঠে আসতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুবই ভালো। আজ (গতকাল) দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সব সময়ই ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে।’

সৌম্যর দল রংপুরও উড়ছে। টানা ৮ ম্যাচ জিতে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। এমন দলের হয়ে দ্রুত মাঠে ফেরার তাড়না থাকার কথা জানালেন সৌম্য। তার মতে, ‘চেষ্টা করছি (দ্রুত মাঠে ফিরতে)। তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্যাটিং করছি, কিন্তু ফিল্ডিংয়ের কোনও কিছু এখনো ওইভাবে করা হয়নি। আস্তে আস্তে যেতে হবে, যেগুলো প্রক্রিয়া আছে, সেসবের মধ্য দিয়ে যেতে হবে। ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। ওনারা ভালো বলতে পারবেন। আমি (ব্যাটিং) শেষ করে আমার ফিডব্যাক ফিজিওকে বলেছি। উনি আবার বাড়তি কিছু কাজ দিয়েছেন। এর কমভাবেই চলছে, চেষ্টা যত দ্রুত সম্ভব ফিরতে।’

সৌম্য আরও বলেছেন, ‘পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি। যদি তাড়াহুড়ো করে নেমে যাই এবং আবার সেখানে লাগে, তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে (ফিরতে)। আমি, চিকিৎসক, রংপুর রাইডার্স, সব পক্ষ মিলে কথা বলেই ঠিক করতে হবে।’

চোটে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন। রংপুরের রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলেও তেমন শুরু করেছিলেন তিনি। কিন্তু ইনজুরিতে ছিটকে সেই ধারাবাহিকতা রাখা সম্ভব হয়নি। সৌম্য জানালেন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ফিরতে চান, ‘চেষ্টা করবো যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করার। যদিও কাজটা কঠিন, যেহেতু চোটে ছিলাম, আবার কাজ করে ফিরতে হবে। তবে চেষ্টা করব যে ফর্মে ছিলাম, সেখান থেকে শুরু করতে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত