প্রকাশিত: ১৮:৫৪, ২৭ এপ্রিল ২০২৫
কানাডার ভ্যাঙ্কুভারে একটি উৎসব অনুষ্ঠানে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় ৯ জন নিহত হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শহরের ফিলিপিনো সম্প্রদায়ের এলাকায় লাপু লাপু দিবস উৎসব চলছিল। শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু পরে এক ব্যক্তি ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেয়। এ ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আহতদের সংখ্যা এখনো জানা যায়নি।
এ ঘটনায় ভ্যাঙ্কুভারের ৩০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তারা নিশ্চিত যে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়।
ভ্যাঙ্কুভার সিটি কাউন্সিলর পিটার ফ্রাই বিবিসিকে বলছেন, ‘আমাদের শহরে নজিরবিহীন’ এই ঘটনার জন্য ‘গভীর শোকাহত।’
তিনি বলেন, “এত দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে এটি এত ভয়াবহ হয়ে উঠতে দেখে, আমার মনে হয়, পুরো শহর হতবাক।”
ঢাকা/শাহেদ