Homeদেশের গণমাধ্যমেভিলাকে হারিয়ে আর্সেনালকে ছুঁলো চেলসি

ভিলাকে হারিয়ে আর্সেনালকে ছুঁলো চেলসি

[ad_1]

অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে দারুণ এক জয় পেলো চেলসি। রবিবার ৩-০ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠলো তারা, ছুঁলো আর্সেনালকে।

১৩ ম্যাচে ২৫ পয়েন্ট আর্সেনালের। নিকোলাস জ্যাকসন, অধিনায়ক এনজো ফার্নান্দেজ ও কোল পালমারের গোলে এই জয়ে চেলসিরও সমান পয়েন্ট।

বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেল্লার ক্রস থেকে সপ্তম মিনিটে সাইড ফুটে শট নেন জ্যাকসন। সেনেগাল স্ট্রাইকারের শট পোস্টে লেগে জালে জড়ায়।

৩৬তম মিনিটে পালমারের বাড়ানো বলে ফার্নান্দেজ দুই ডিফেন্ডার ম্যাটি ক্যাশ ও এজরি কোনসার মাঝ দিয়ে জালে বল জড়ান।

পালমার ভিলার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ৮৩তম মিনিটে। বদলি গোলকিপার রবিন ওলসেন পরাস্ত করেন তিনি বাঁ পায়ের উঁচু কোনাকুনি শটে।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত