Homeদেশের গণমাধ্যমেভিশন ব্লেন্ডার কিনে গাড়ি জিতলেন সিলেটের গালিব

ভিশন ব্লেন্ডার কিনে গাড়ি জিতলেন সিলেটের গালিব

[ad_1]

নতুন সংসারের জন্য প্রাণ-আরএফএলের ইলেকট্রনিকস পণ্যের শো-রুম ভিশন এম্পোরিয়ামে ব্লেন্ডার কিনতে গিয়েছিলেন সিলেটের সদ্যবিবাহিত গালিব মাহমুদ। ব্লেন্ডার কেনার ১৫ দিনের মাথায় ফোনে একটি কল পেয়ে যেন আকাশ থেকে পড়েন। ভাবতেই পারছিলেন না বিষয়টি সত্যি নাকি মিথ্যা। ভিশন থেকে ফোনে যোগাযোগ করে বলা হয়, তিনি গাড়ি বিজয়ী হয়েছেন।

দ্বিতীয় দফায় যখন তার সঙ্গে যোগাযোগ করা হয়, তখন আর অবিশ্বাস করার কিছুই থাকেনি। বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে অপ্রত্যাশিতভাবে গাড়ি বিজয়ী হওয়ার খবর পেয়ে আনন্দে কান্না চলে আসে তার। যেন স্বপ্ন হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। এক মাসের মাথায় সোমবার (৪ নভেম্বর) গাড়ির চাবিও পেয়ে গেছেন গালিব মাহমুদ।

সিলেট নগরীর শাহী ঈদগাহের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গাড়ির চাবি হস্তান্তর করেছে ভিশন এম্পোরিয়াম। বিজয়ী গালিব মাহমুদের হাতে চাবিটি তুলে দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।

‘ভিশন’র ব্লেন্ডার কিনে গাড়ি জিতলেন সিলেটের গালিব

এসময় উপস্থিত ছিলেন ভিশন এম্পোরিয়ামের হেড অব বিজনেস শামসুজ্জামান নয়ন, হেড অব অপারেশন ফরহাদ উজ জামান ও হেড অব সেলস রাসেল আহমদ।

অনুভূতি প্রকাশকালে গালিব মাহমুদ বলেন, ‘সেদিন দুপুরের দিকে প্রথমে ভিশন এম্পোরিয়াম থেকে কল দিয়ে বলা হয়, আমি গাড়ি বিজয়ী হয়েছি। কিন্তু প্রথমে আমি বিশ্বাস করছিলাম না। পরে মনে হয়েছে ভিশন থেকে এরকম প্রতারণা করার কোনো সুযোগ নেই। তাই বিশ্বাস করেই তাদের সাড়া দিয়েছিলাম। পরে ওইদিন সন্ধ্যার পরে জানানো হলো আমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। এই খবর শোনার পর আমি দুই রাকায়াত শুকরানা নামাজ আদায় করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’

অনুষ্ঠানে যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘তাড়াতাড়ি বিয়ে করেন। বিয়ে করলে আল্লাহ রিজিক দেন। আমি বিয়ের পর সংসার গোছাতে গিয়ে ছোট একটি জিনিস কিনতে গিয়ে কার (গাড়ি) পেয়ে গেছি। বিয়ে করে ভিশনে চলে আসেন আর আমার মতো কার বা অন্য কিছু জিতে যান।’

‘ভিশন’র ব্লেন্ডার কিনে গাড়ি জিতলেন সিলেটের গালিব

অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, ‘জীবনে অপ্রত্যাশিত কিছু পেলে সবারই ভালো লাগে। আর সেই ভাগ্যবানের হাতে আমি গাড়ির চাবি তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত।’

তিনি বলেন, ‘মাত্র ৫ হাজার টাকার পণ্য কিনলে ভিশন এরকম অপ্রত্যাশিত কিছু তার ক্রেতাদের দেবে, এটা সত্যিই অবাক করার মতো। যারা এখনো কেনেননি বা ভিশনের শো-রুমে যাননি, তারা দ্রুত ভিশনে চলে যান। আর ভিশনের ভাগ্যবান ক্রেতা হয়ে যান। ভিশন আরও অনেক কিছু রেখেছে তাদের ক্রেতাদের জন্য। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ।’

ভিশন এম্পোরিয়ামের হেড অব বিজনেস শামসুজ্জামান নয়ন বলেন, ‘ভিশন এম্পোরিয়াম প্রাণ-আরএফএলের ইলেকট্রনিকস পণ্য। আরএফএলের পণ্য শুধু দেশেই বিক্রি হচ্ছে না, বিশ্বের প্রায় ১৪৪টি দেশে রপ্তানি হচ্ছে। আমরা সবসময় ভালো মান ও ভালো সেবার বিষয়টা চিন্তা করি।’

তিনি বলেন, ‘অনেকেই ইলেকট্রনিকস পণ্য বিক্রি করেন। কিন্তু যখন সার্ভিসের প্রয়োজন হয়, তখন সঠিক সময়ে ভালো সার্ভিস দিতে পারে না। সারাদেশে আমাদের প্রায় তিন হাজার কাস্টমার সার্ভিস পয়েন্টে আছে। আমাদের ক্রেতারা যখন আসেন, তখন খুব যত্ন সহকারে সার্ভিস দিয়ে থাকেন।’

‘ভিশন’র ব্লেন্ডার কিনে গাড়ি জিতলেন সিলেটের গালিব

শামসুজ্জামান নয়ন আরও বলেন, ‘ড্রিম অফারটি দেওয়ার অন্যতম একটি কারণ হলো আমরা যাতে মানুষের আরও কাছে যেতে পারি। তাদের স্বপ্ন পূরণ করতে পারি, ক্রেতাদের বিশ্বাস অর্জন করতে পারি। আজ কার বিজয়ীর হাতে চাবি হস্তান্তর তারই একটি অংশ।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিশন এম্পোরিয়ামের ব্র্যান্ড ম্যানেজার ইসমাইল জুবায়ের।

এর আগে একটি সুসজ্জিত ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের বাজনার মধ্যদিয়ে গালিব মাহমুদকে নিয়ে আসা হয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভিশন এম্পোরিয়ামের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের সিলেটের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ড্রিম হোম অফারে ন্যূনতম ৫ হাজার টাকার পণ্য কিনলে লটারিতে ফ্ল্যাট বাড়ি থেকে শুরু করে গাড়ি উপহার দিচ্ছে ভিশন এম্পোরিয়াম। দেশের প্রতিটি আউটলেটে এই অফার চলছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আহমেদ জামিল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত