[ad_1]
গাছটির প্রকৃত বয়স কত, তা নিশ্চিতভাবে জানা না গেলেও এলাকায় এই কাঠবাদামগাছটি ‘শতবর্ষী কাঠবাদামগাছ’ নামেই পরিচিত।
দেওয়াপাড়া গ্রামের রাধারানী চক্রবর্ত্তীর (৯০) মতে, গাছটির বয়স ২০০ বছরের বেশি হবে। তিনি জানালেন, তাঁর বিয়ে হয়েছিল ১৩ বছর বয়সে। বিয়ের পর স্বামী ও শ্বশুরের মুখে গাছটির কথা শুনেছেন। গাছটি সম্পর্কে রাধারানী বললেন, ‘গাছটি দেখতে আগে যেমন ছিল, আজও তেমনি আছে।’
কাঠবাদামের আদি নিবাস প্রশান্ত মহাসাগরের মেলেশিয়া দ্বীপ এলাকা। এ দ্বীপগুলো মূলত উষ্ণমণ্ডলীয় গাছপালায় সমৃদ্ধ। সেখান থেকে সাগরের জলে বীজ ভেসে ভেসে ছড়িয়ে পড়েছে উষ্ণমণ্ডলীয় এলাকায়।
[ad_2]
Source link