Homeদেশের গণমাধ্যমেমদিনায় বাংলাদেশি হাজির মৃত্যু

মদিনায় বাংলাদেশি হাজির মৃত্যু


প্রকাশিত: ১৩:৫৫, ২ মে ২০২৫  

মদিনা (ফাইল ফটো)


চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) মদিনায় স্থানীয় সময় সন্ধ্যায় মারা যান তিনি।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে হেল্প ডেস্ক এ তথ্য প্রকাশ করেছে।

চলতি বছর এখন পর্যন্ত পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১ হাজার ২২৪ জন। 

গত ২৮ এপ্রিল ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন। এরপর রাত ২টা ১৫ মিনিটে সাউদিয়ার প্রথম ফ্লাইট (এসভি ৩৮০৩) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে। এতে ৩৯৮ জন হজযাত্রী ছিলেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর তিনটি এয়ারলাইনস ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি প্রাক-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

আগামী ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। 

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ হওয়ার সম্ভাবনা আছে।

ঢাকা/হাসান/রফিক





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত