Homeদেশের গণমাধ্যমেমধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

[ad_1]

রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

জানা গেছে, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে প্রতি বছর তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকর করে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি। এ বছর ১ মে থেকে ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় হ্রদে মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। হ্রদে মাছ শিকার বন্ধ শুরু হওয়ায় জাল ও নৌকা নিয়ে ঘরে ফিরতে শুরু করেছেন জেলেরা।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মার্কেটিং অফিসার মো. আইয়ুব আফনান বলেন, এ বছর মৎস্য আহরণ হয়েছে প্রায় ৮ হাজার ৯৫০ টন। যেখান থেকে রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা। এ বছর হ্রদে ৬০ টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, বন্ধকালীন সময়ে হ্রদে মাছ শিকার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি বন্ধ থাকবে স্থানীয় সব বরফ কল।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় ১ মে থেকে তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন। হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে ২৬ হাজার জেলে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত