[ad_1]
সেই তানজিদ কোথায় হারালেন? আন্তর্জাতিক ক্রিকেটে কেন এমন অধারাবাহিক? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তানজিদ যেটা বললেন, তাতে বোঝা গেল সমস্যাটা কোথায় তিনি ভালোই জানেন, ‘আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আরেকটু দায়িত্ববোধ বাড়াতে হবে। কারণ, বেশির ভাগ ইনিংসে আমি ভালো শুরু করেছি, ওখান থেকে ক্যারি করতে পারিনি। এখন থেকে আমার চেষ্টা থাকবে, যদি ভালো শুরু করি, সেখান থেকে দায়িত্ব নিয়ে ইনিংসটা বড় করব।’
এখন পর্যন্ত সেটা করতে না পারার পেছনে মানসিক সমস্যাটাই বড় করে দেখেন তানজিদ, ‘একটা জিনিস আমি মনে করি, এটা আসলে একটা মানসিক ব্যাপার। আমি যদি ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি, ভালো শুরু করার পর ইনিংসটা ক্যারি করতে পারব। আমি যেসব শট খেলে আউট হয়েছি, আমার কাছে মনে হয়, মানসিক ব্যাপারটাই বড় এখানে। স্কিলের অনেক দিকেই ঘাটতি থাকতে পারে। সেটা নিয়ে তো আমরা নিয়মিত কাজ করেই যাচ্ছি। এই দুইয়ের সমন্বয় যদি ভালো হয়, তাহলে ইনিংস বড় করা সম্ভব।’
[ad_2]
Source link