গতকাল রাতে রাজ্য সচিবালয় নবান্নের সভাকক্ষে ১০ দফা দাবি আদায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত চিকিৎসকেরা। বৈঠক শেষে ধর্মতলায় অনশনমঞ্চে ফিরে এসে তাঁরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
জানা গেছে, চিকিৎসকদের দাবি অনুযায়ী স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের বিষয় মেনে নেননি মমতা। মুখ্যমন্ত্রীর মতে, স্বাস্থ্যসচিবের দুর্নীতির অভিযোগ প্রমাণিত নয়। তিনি অভিযুক্তও নন। যদিও স্বাস্থ্যসচিবের দুর্নীতির বিষয়ে জুনিয়র চিকিৎসকেরা মমতার কাছে তথ্য–প্রমাণ জমা দিয়েছেন।
মতের অমিল দেখা গেছে রাজ্যের সব মেডিকেল কলেজে টাস্কফোর্স নিয়োগসংক্রান্ত দাবি নিয়েও। তবে মমতা এদিন চিকিৎসকদের ‘থ্রেট কালচার’ নিয়ে ক্ষোভ জানিয়ে বলেন, আর জি কর হাসপাতালের ভুক্তভোগী ৪৭ জন চিকিৎসক ও কর্মকর্তাকে অধ্যক্ষ বা তদন্ত কমিটির কর্মকর্তাদের শাস্তি দেওয়ার বিষয়ে চিকিৎসকেরা রাজ্য সরকারকে আদৌ কিছুই জানাননি।